চার লাখ টাকা ঘুস দিয়েও চাকরি হয়নি হেলেনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪০ এএম, ৩১ জানুয়ারি ২০২২
মাদরাসা সুপার আফজাল হোসেন

বগুড়ার শিবগঞ্জে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে এক কৃষকের কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসা সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার থানায় সাধারণ ডায়রি করেছেন ওই ভুক্তভোগী।

থানার সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার গ্রামের কৃষক ইব্রাহীম হোসেনের মেয়ে হেলেনা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে বিহারহাট দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন ৪ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হন তিনি। পরবর্তী সময়ে ওই কৃষক সুপারের কাছে টাকা চাইলে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে সুপার ওই কৃষককে টাকা দেবেন না মর্মে ভয়-ভীতি প্রদান করেন। পরে কৃষক ইব্রাহীম কোনো উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া হুমকি ধামকি বিষয়ে রোববার থানায় জিডি করেন।

এ ব্যাপারে ইব্রাহীম হোসেন বলেন, আমার মেয়ের চাকরির জন্য সুপারকে অনেক কষ্ট করে ৪ লাখ টাকা দিয়েছি। কিন্তু সুপার আমার সঙ্গে প্রতারণা করছে। সে আমার মেয়েকে চাকরি দেয়নি। আমি টাকা ফেরৎ চাইলে সুপার আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাদরাসা সুপার আফজাল হোসেন টাকা নেওয়ার বিষয় স্বীকার করে বলেন, অচিরেই টাকা পরিশোধ করবো।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অচিরেই অভিযুক্ত সুপারকে নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।