রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছে। এছাড়া শনাক্ত হয়েছে ২২৪ জন।

সোমবার (৩১ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৭৯ জন শনাক্ত হয়েছেন। অপরদিকে, মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৫১ নমুনা পরীক্ষায় ১৪৫ জন শনাক্ত হন। তাদের মধ্যে রাজশাহী ১১০, জয়পুরহাটের ২৬, চাঁপাইনবাবগঞ্জের আট ও নাটোরের ৯ একজন রয়েছেন।

তিনি আরও জানান, রামেক হাসপাতাল ও মেডিকেল কলেজ ল্যাব মিলিয়ে রাজশাহী জেলার মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে মোট ১৮৯ জন।

রামেক পরিচালক বলেন, বর্তমানে মোট ৬০ রোগী করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৪ এবং উপসর্গে ২২ ও করোনা নেগেটিভ হয়েও ভর্তি রয়েছেন চারজন। গত ২৪ ঘণ্টায় ১১ নতুন রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

ফয়সাল আহমেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।