নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২

নড়াইলে মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা (৪৫) একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নড়াইল দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম রেজা যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডার (পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর থানার এসআই কিশোর কুমার মজুমদার সিংগাশোলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে যশোর-এন-১১-০৫৯৪নং টেকার গাড়ি থামিয়ে তল্লাশী করেন। এ সময় গাড়ির যাত্রী রেজাউল ইসলাম রেজাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে জানায় তার হাতে থাকা ব্যাগে ফেনসিডিল রয়েছে।

পুলিশ সাক্ষীদের সামনে আসামির হাতে থাকা ব্যাগ থেকে ৫২ বোতল (৫.২ কেজি) ফেনসিডিল উদ্ধার করে। পরে নড়াইল সদর থানায় মামলা করা হয়।

হাফিজুল নিলু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।