ভবন মালিককে গুলি: অস্ত্রসহ ৩ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
পুলিশের হাতে গ্রেফতার ৩ আসামি

নোয়াখালীর বেগমগঞ্জে কাজ না পেয়ে ভবন মালিককে গুলি করার ঘটনায় এজাহারভুক্ত প্রধান তিন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জের ৫নং ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জোবায়ের (২৮), দোয়ালিয়া গ্রামের মো. কাবিলের ছেলে ফরহাদ ও আবদুল মন্নানের ছেলে মো. রাসেল। এরমধ্যে জোবায়েরের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদুল ইসলাম, এসআই ফিরোজ আহমেদ, এসআই মো. জসিম উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরনবী তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা (নম্বর-১১) হয়েছে।

ভবন মালিককে গুলি: অস্ত্রসহ ৩ আসামি গ্রেফতার

স্থানীয়রা জানান, উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামে নিজ বসতবাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছিলেন রহমত উল্যাহ (৫৮)। ওই ভবনের ইলেকট্রিকের কাজ চেয়েছিলেন স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপারগতা প্রকাশ করেন ঘরের মালিক রহমত উল্যাহ। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানান রহমত উল্লাহ।

এর জের ধরে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিকের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ মামলায় মো. রকি (২৬) ও মো. সোহেল (২২) নামে আরও দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।