ওবায়দুল কাদেরকে ‘স্যালুট’ জানাতে চায় কোম্পানীগঞ্জ জামায়াত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘স্যালুট’ জানাতে চায় তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম।
দলটির উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ওবায়দুল কাদের যে জনপ্রিয়তা হারিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে তিনি তা পুনরুদ্ধার করেছেন। এখন অবাধ সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিলে জনগণের পক্ষ থেকে আমরা সকল দল ওবায়দুল কাদেকে স্যালুট ও অভিনন্দন জানাবো।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি জাগো নিউজকে এসব কথা বলেন।
মাওলানা মোশাররফ হোসেন বলেন, দলীয় প্রতীকবিহীন নির্বাচন দেওয়ায় আমরা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই। এরমাধ্যমে তিনি তার জনপ্রিয়তাকে এস্টাব্লিশ করেছেন। কারণ এ নির্বাচনে সকল দলের প্রার্থী সমান সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচন করছেন।
তিনি বলেন, এখন নির্বাচন অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হলে আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে (ওবায়দুল কাদের) স্যালুট জানাবো। তিনি ইতিহাসের ক্ষণজন্মা হিসেবে স্বীকৃতি পাবেন এবং সর্বদলীয় অভিভাবক হিসেবেও প্রতিষ্ঠিত হবেন।
জামায়াতের এ নেতা দাবি করেন, ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও জামায়াত নেতা আ ন ম আবদুজ্জাহে এখন আর মাঠে নেই। বর্তমানে প্রশাসনের নিরপেক্ষতাকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ভবিষ্যতের জন্য জনগণের ভালোবাসা অর্জনের এখনই সময়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন। এতে ৩৯ জন চেয়ারম্যান, ৭৯ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৩০৫ জন সাধারণ মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানে আওয়ামী লীগের দুই পক্ষের সহিংসতায় দুইজন নিহত ও শতাধিক গুরুতর আহত হয়েছেন। সংঘাত এড়াতে কোনো পক্ষকেই নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। নির্বাচনে জামায়াত সমর্থিত তিন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস