কোম্পানীগঞ্জে ভোটারদের নিরাপত্তায় ৩০০০ ফোর্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন উপলক্ষে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন উপলক্ষে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে ব্রিফিংকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, সপ্তম ধাপের এ নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ ভোট ডাকাতি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে নিজ দায়িত্বে করবেন। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে এক চুলও ছাড় দেবে না।

এসপি আরও বলেন, আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ১১০০ পুলিশ, ১৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা (এসবি), কোস্টগার্ড ও এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এসময় বহিরাগত সন্ত্রাসী, ভিন্ন কেন্দ্রের ভোটার ও কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। সেই সঙ্গে প্রলোভনে পড়ে কোনো প্রার্থী থেকে কিছু না নেওয়ার আহ্বানও জানান তিনি।

কোম্পানীগঞ্জে ভোটারদের নিরাপত্তায় ৩০০০ ফোর্স

দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আট ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়ায় কাউকে নৌকা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩৯ জন চেয়ারম্যান, ৭৯ জন সংরক্ষিত নারী মেম্বার ও ৩০৫ জন সাধারণ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোম্পানীগঞ্জে আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ৮৮ হাজার ৭৭১ জন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।