শীত উপেক্ষা করে নোয়াখালীতে নারী ভোটারদের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে আট ইউনিয়নের ভোটকেন্দ্রে ভিড় করেছেন নারী ভোটাররা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। তবে মাঘের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে নারী ভোটারের ভিড় লক্ষ্য করার মতো। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিএল একাডেমি হাইস্কুলে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হাসেম অভিযোগ করেন তার এজেন্ট ও ভোটারদের বাধা দিচ্ছেন প্রতিদ্বন্দ্বীর কর্মীরা। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়।

সিরাজপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন হাসিনা আক্তার (৫৫) । তিনি বলেন, সকালে এসেছি ভোট দিতে। সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। বাইরে পুলিশ প্রশাসন আছে তাই কোনো অসুবিধা হচ্ছে না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক মীর বলেন, কোম্পানীগঞ্জের আট ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সহিংসতার কোনো আশঙ্কা দেখছি না।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে এক হাজার ১০০ পুলিশ, এক হাজার ৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা ও কোস্টগার্ড দায়িত্বে রয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। যে কেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

জানা গেছে, আট ইউপির ৭৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ৮৮ হাজার ৭৭১ জন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।