কোম্পানীগঞ্জে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্রের প্রবেশমুখে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে ভোটাররা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠলে ভোটগ্রহণ বন্ধ করে দেয় প্রশাসন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় (দাসেরহাট) কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোলযোগের পর ভোটগ্রহণ বন্ধ করে আবারো চালু করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখলের জন্য ভোটকেন্দ্রের পাশে অবস্থান করে। এক পর্যায়ে তারা ভোটকেন্দ্রের গেটে রাস্তায় চেয়ার টেবিলে অগ্নিসংযোগ করে। এতে আতঙ্কিত হয়ে ভোটাররা কেন্দ্রের দিকে আসা বন্ধ করে দেন।
কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক বিমল চন্দ্র দাস বলেন, আমরা ৫ জন পুলিশ সদস্য রয়েছি। পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।
কিছুক্ষণ পর ঘটনাস্থালে আসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা কেন্দ্রে অবস্থান করছি। এখন পরিবেশ স্বাভাবিকের চেষ্টা চলছে। কেন্দ্রের বাইরে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের বাইরে বিজিবি র্যাব রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সতর্ক অবস্থানে আছি।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কোনো পক্ষকেই নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস