অসহায়দের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন সাবেক মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দুস্থ, অসহায় শীতার্তদের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করেছেন সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ, হতদরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে এসব কম্বল দেওয়া হয়।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী এসব কম্বল শীতার্তদের হাতে তুলে দেন।

বাবু রাড়ী বলেন, বর্তমানে আমি মেয়র না। তবুও আমার পৌরবাসীর পাশে সবসময় ছিলাম, থাকতে চাই। তাই আজ পৌরসভার দুস্থ, অসহায় শীতার্তদের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করেছি।

এ সময় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার, জপসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, ঘড়িসার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান জুয়েল হোসেন শিউলি, বিঝারি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী কাজী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, চামটা ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।