বৌভাতে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
হামলার পর বিয়েবাড়ি

ফরিদপুরের ভাঙ্গায় বৌভাত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে হামলা করে বরের বাবা-ভাইকে কুপিয়ে জখম

জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী মো. হাসান শেখের বৌভাত অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে স্থানীয় আয়নাল ব্যাপারীর ছেলে হাফিজুলের সঙ্গে এক মেহমানের ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হয়। কিছুক্ষণ পর হাফিজুলের নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। অনুষ্ঠানে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তারা।

আরও পড়ুন: বরিশালে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত ২

এতে আয়নাল ব্যাপারীর আরেক ছেলে নজরুল বেপারীর মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন।

হামলার শিকার প্রবাসী হাসান শেখের আত্মীয় নাজমা বেগম জাগো নিউজকে বলেন, বিয়ের অনুষ্ঠানে খাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে হাফিজুল বলেন, প্রথমে অন্যায়ভাবে আমাকের কিল ঘুষি মেরে আহত করে। এরপর আমাদের লোকজনেরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমার ছোট ভাইয়ের মাথা ফেটে যায়। সে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এরই জের ধরে পরে হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে প্রবাসী হাসান শেখ বলেন, হামলাকারীরা ঘরের দরজা, জানালাসহ বিয়েবাড়ির বিভিন্ন আসবাব ভাঙচুর করে। খাবার নষ্ট করে।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে বরপক্ষের ওপর কনেপক্ষের হামলা

এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সফি উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, ঘটনা শুনে আমরা দুই পক্ষকে শান্ত করি। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তারপরও তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।