৩ কিলোমিটার পথচিত্র আঁকলেন তিনশ শিল্পী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:১৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে নড়াইলে দীর্ঘ ৩ কিলোমিটার পথচিত্র আঁকা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পথচিত্র বাস্তবায়ন কমিটি নড়াইলের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিরডোব মাঠ পর্যন্ত এ পথচিত্র অংকন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত তিন শতাধিক ভলান্টিয়ার ও চিত্রশিল্পী ১১টি সেক্টরে বিভক্ত হয়ে এ কাজ সম্পন্ন করেন।

Narail--(1).jpg

এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদী বৈরাগী বলেন, পথচিত্রে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগাত্বক ঘটনা, সরকারের বিভিন্ন উন্নয়ন যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেল, পদ্মা সেতু, মেট্রো রেল, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন স্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা ইত্যাদি স্থান পেয়েছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এবং পথচিত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রবিউল ইসলাম জানান, প্রায় ৪ হাজার লিটার রং এর প্রয়োজন ছিল, যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এই রং এর ব্যবস্থা করে দিয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশে এ ধরনের পথচিত্র এই প্রথম বলে তিনি মন্তব্য করেন।

Narail--(1).jpg

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এটা একটি ব্যতিক্রমী আয়োজন যা আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে নতুন প্রজন্ম প্রগতিশীল শিক্ষা পাবে। এজন্য আমরা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার কাছে কৃতজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পথচিত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নড়াইল
সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু ও জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।