রামপালে সেবাগ্রহীতাদের হয়রানি, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

বাগেরহাটের রামপালে ভূমি অফিসে দালালি ও সেবাগ্রহীতাদের হয়রানির অপরাধে মো. আব্দুল্লাহ শেখ (২৩) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

মো. আব্দুল্লাহ শেখ উপজেলার সন্তোষপুর গ্রামের ফজলুর রহমান শেখের ছেলে৷

শেখ সালাউদ্দীন দিপু বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আব্দুল্লাহ শেখকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।