স্টেশনে পুলিশের সচেতনতামূলক সভা চলাকালে যাত্রীর ব্যাগ চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
পাশে ব্যাগ রেখে সন্তান কোলে দাঁড়িয়ে সেলিনা পারভীন

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল রেলওয়ে স্টেশনে পুলিশের সচেতনতামূলক সভা চলাকালে সেলিনা পারভিন নামে এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

যাত্রী সেলিনা পারভীন বলেন, ‘ঝিনাইদহ যাওয়ার জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে এসে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করছিলাম। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশের সচেতনতামূলক সভা চলছিল। পাশে কয়েকটি ব্যাগসহ ভ্যানিটি ব্যাগটি রেখে সন্তানকে নিয়ে আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম। এক পর্যায়ে দেখি সব ব্যাগ ঠিকঠাক থাকলেও ভ্যানিটি ব্যাগটি চুরি হয়ে গেছে। ব্যাগটিতে একটি স্মার্ট ফোন, টাকা ও প্রয়োজনীয় অনেক কাগজপত্র ছিল।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা জাগো নিউজকে বলেন, এক যাত্রীর একটি ব্যাগ হারিয়ে গেছে বলে শুনেছি। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।