টিকা দিতে দেরি হওয়ায় গাজীপুর স্টেডিয়ামে ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বিভিন্ন কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করা হয়

করোনার টিকা দিতে দেরি হওয়ায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

টিকা নিতে আসা এক কলেজ ছাত্র বলেন, করোনার টিকা নিতে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকি। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছিলাম না। বেলা ১০টার সময় জানানো হয় স্টেডিয়াম কেন্দ্রে টিকা দেওয়া হবে না। টিকা নিতে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে যেতে হবে। এ খবর শুনে বেলা ১১টার দিকে টিকা নিতে আসা লোকজন উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

টিকা দিতে দেরি হওয়ায় গাজীপুর স্টেডিয়ামে ভাঙচুর

গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল থেকে কয়েক হাজার লোক টিকা নিতে স্টেডিয়ামে এসে জড়ো হয়। রোদে দাঁড়িয়ে থেকে টিকা দিতে দেরি হওয়ায় লোকজন অধৈর্য হয়ে পড়ে। এক পর্যায়ে উচ্ছৃঙ্খল কিছু যুবক স্টেডিয়ামের নিচতলা ও দ্বিতীয় তলায় বিভিন্ন কক্ষের জানালার কাঁচ এবং একটি কলাপসিবল গেট ভেঙে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টিকা দিতে দেরি হওয়ায় গাজীপুর স্টেডিয়ামে ভাঙচুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রিপন চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, শহীদ বরকত স্টেডিয়ামে করেনার টিকা নিতে আসা লোকজনের বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জাগো নিউজকে বলেন, শনিবার গাজীপুরে ৭৪১টি কেন্দ্রে তিন লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রতিটি টিকা কেন্দ্রেই মানুষের উপচেপড়া ভিড় ছিল। তবে সফলভাবে টিকা দেওয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।