নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নড়াইলে মাদক মামলায় মাসুদ শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাসুদ শেখ সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামের বাসিন্দা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে বুলু শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ নিয়ে পালানোর সময় মাসুদ শেখকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে আসামির কাছে থাকা ব্যাগ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

হাফিজুল নিলু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।