‘দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে কাজ করছেন সাংবাদিকরা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০১ মার্চ ২০২২
জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেন সাংবাদিকরা

লক্ষ্মীপুরে সাংবাদিক নেতারা বলেছেন, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকরা কাজ করছেন। দেশ ও জনগণের স্বার্থে তারা রাতদিন মাঠে রয়েছেন। দেশব্যাপী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দেশের শত্রু।

তারা আরও বলেন, নোয়াখালীতে সাংবাদিককে হুমকির ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জেরে জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের প্রতিনিধি কাজল কায়েস, সাংবাদিক আবদুল আজিজ, জান্নাতুল ফেরদৌস নয়ন, আনোয়ার রহমান বাবুল ও মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

Noa-(2).jpg

নোয়াখালী জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের বিরুদ্ধে। পরে গত ১ ফেব্রুয়ারি তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব (পার-২) জাকিয়া পারভীন সই করা এক চিঠিতে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম চিঠির বিষয়টি নিশ্চিত করার পর গত ১ ফেব্রুয়ারি জাগো নিউজে ‘নোয়াখালী মেডিকেলের ডা. ফজলে এলাহী খানকে ওএসডি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদের জের ধরে ২৫ দিন পর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ডা. ফজলে এলাহী খান তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধির মোবাইলে ফোন করে কেন নিউজ করা হয়েছে জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।