বেশি দামে তেল বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৭ মার্চ ২০২২

দিনাজপুরের হিলিতে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বলেন, বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। বোতলজাত তেল খোলা সয়াবিনে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এসব কারণে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানি ও মূল্য তালিকা টাঙানো না থাকায় আরেক দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।