দিনাজপুরে ১০ টাকা কেজি দরে চাল পাবেন এক লাখ ৩৮ হাজার জন
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দিনাজপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মধ্যে এ চাল বিতরণ করা হবে।
সোমবার (৭ মার্চ) সকালে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদ প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, বছরে দুই প্রান্তিকে নিম্নআয়ের জনগণের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। জেলায় এ কর্মসূচিতে এবার মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।
প্রত্যেক ভোক্তা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। আগামী মাস থেকে চালের পাশাপাশি দারিদ্র্যসীমার নিচে বা দরিদ্র এসব পরিবারকে পুষ্টিসমৃদ্ধ চালও দেওয়া হবে।
উদ্ধোধন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের জন্য দেশের মানুষের জন্য সরকার কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এ খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। সরকার ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে। নিম্নআয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি চালের ব্যবস্থা করেছে। কিন্তু বিরোধী দলের সরকার দেশের জনগণের জন্য কখনই ভাবেনি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম বলেন, প্রকৃত ভোক্তারা যাতে ১০ টাকা কেজি দরে এ চাল পান সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম