হিলিতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা
দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকা। একদিনের ব্যবধানে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) হিলি বাজারে দেখা যায়, আড়তে প্রকারভেদে ৬৫-৭০ টাকা আর খুচরা বাজারে ৮০ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে কাঁচা মরিচ।

জানা গেছে, ডিসেম্বরের শেষ দিকে কাঁচা মরিচ ২০ টাকা কেজি দরে বিক্রয় হয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রয়ারির শেষ দিকেও দাম ৩০ টাকার মধ্যেই ছিল। কিন্তু চলতি মাসের শুরু থেকেই দাম বাড়তে শুরু করে।
আহমেদ নামের এক মরিচ ক্রেতা বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়েই চলছে। কয়েকদিন আগেও কাঁচা মরিচ ২৫-৩০ টাকায় কিনেছি। দু’দিন আগেও কিনলাম ৫০ টাকায়। আজ বাজারে এসে শুনি প্রতি কেজির দাম ৮০ টাকা।

কাঁচামাল বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, কাঁচা মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। ফলে কমেছে সরবরাহ। সে কারণে পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমবে। আজ ৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।
মো. মাহাবুর রহমান/এএইচ/এমএস