ভুট্টাক্ষেতে মিললো নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১১ মার্চ ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে রহিমা খাতুন (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুতুবপুর গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আকাল আলীর মেয়ে।

স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, সকালে প্রতিবেশী এক নারীর সঙ্গে মাঠে ঘাস কাটতে যান রহিমা খাতুন। প্রতিবেশী ওই নারী ফিরে আসলেও রহিমা খাতুন আর বাড়িতে ফিরেননি। রাতেও তিনি বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। পরে ওই মাঠে কাঁচি হাতে বসা অবস্থায় রহিমা খাতুনের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর দিলে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘাস কাটা অবস্থায় মৃত্যু হয়েছে রহিমা খাতুনের। তার হাতে ঘাস ও কাঁচি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।