চুরি হওয়া শিশু জামেলা উদ্ধার
অবশেষে উদ্ধার হলো চুরি হওয়া শিশু জামেলা (৩)। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বোরকাপরা নারী পারভীন আক্তারকে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাভারের কলমা এলাকা থেকে শিশু জামেলকে উদ্ধার করা হয়।

গ্রেফতার পারভীন আক্তার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। তিনি সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় আল-মুসলীম কারখানায় চাকরি করতেন।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শিশু চোর পারভীনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে বুধবার (৯ মার্চ) সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে থেকে জামেলাকে (৩) কোলে তুলে নিয়ে পালিয়ে যায় বোরকাপরা নারী পারভীন। চুরির বিষয়টি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম