মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৩ মার্চ ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাইফ আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ একই গ্রামের মৃত শরীফ আহমেদের ছেলে। সে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাইরে ঘুরতে বের হয় সাইফ। সে ওই এলাকার পীরপাড়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা লাগে। এসময় গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।