মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৫ মার্চ ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় গ্রামে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- মাছেরদাইড় গ্রামের মৃত নুরু ব্যাপারীর ছেলে তাইজেল আলী (৫০), জাহাঙ্গীর আলমের ছেলে তোতা মিয়া (৩৪), আলী কদরের ছেলে বাবুল হোসেন (৪০), মিজানুর রহমানের ছেলে রাজু আহমেদ (৩০), মৃত আব্দুল বাতেনের ছেলে আশকার আলী (৫০), তার স্ত্রী রিজিয়া খাতুন (৪০), ছেলে রিপন আলী (২১), হোসেন আলীর ছেলে অনিক আলী (২২), মৃত শের আলী দেওয়ানের ছেলে সালাউদ্দীন (৪০), মিজানুর রহমানের ছেলে শাওন আলী (২২), আব্দুল মতিনের স্ত্রী শাহানাজ খাতুন (৫০), মৃত সোলেমান মিজির ছেলে সিরাজ আলী (৫৭) ও মৃত আবেদ আলীর ছেলে ইব্রাহিম আলী (৫০)।

আহতদের মধ্যে তাইজেল (৫০) মসজিদ কমিটির সভাপতি পক্ষের লোক। বাকিরা কোষাধ্যক্ষ পক্ষের লোকজন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আহদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জামে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সভাপতি ও কোষাধ্যক্ষ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দীন কাজল/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।