খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ও সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সিন্ধুকছড়ি জোনের বড়পিলাক বাজার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক।

এসময় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন, খেলনা সামগ্রী, মসজিদ, মাদরাসা, মন্দির ও ধর্মীয় অনুষ্ঠান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল-কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানান সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ গোষ্ঠী বা মহলের প্ররোচনায় শান্তি কার্যক্রম ব্যাহত করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, আরএমও ক্যাপ্টেন মো. এনায়েত উল্লাহসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম