দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুরে দোকানে ঢুকে হেকমত আলী (৬২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২০ মার্চ) দিনগত রাত ২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেকমত আলী ওই এলাকার বাসিন্দা ছিলেন। ওই গ্রামে তার মুদি ও জ্বালানি তেলের দোকান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেকমত প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় একই ইউনিয়নের চকলেঙ্গরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুদ দোকানে এসে হেকমতকে ডেকে তোলেন। পরে মাসুদ অস্ত্রের মুখে দোকান থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হেকমত বাধা দিতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুদ হেকমতের মাথায় কুপিয়ে জখমসহ গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন।
এ সময় খননযন্ত্রচালক শাহিন মিয়া ও লরিচালক অন্তর মিয়া ওই দোকানে ডিজেল নিতে যান। তারা ধস্তাধস্তির দৃশ্য দেখে মাসুদকে ধরতে গেলে মাসুদ দৌড়ে পালিয়ে যান। পরে হেকমতকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হেকমত আলীর ছেলে মাহবুব আলমের অভিযোগ, রাতে মাসুদ মিয়াসহ (২২) সংঘবদ্ধ একটি দল দোকানে ডাকাতি করতে গিয়ে তার বাবাকে খুন করেন। এ সময় মাসুদ মিয়া দোকান থেকে প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যান।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করতে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এইচ এম কামাল/এসজে/এএসএম