খাগড়াছড়িতে ছাত্রকে বলাৎকারের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২২
পুলিশের প্রিজনভ্যানে আদালতে আনা হয় শিক্ষককে

খাগড়াছড়িতে ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের অপরাধে হাফেজ মো. নোমান মিয়া ওরফে রোমান (২২) নামের এক মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুছাং আবু তাহের এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নোমান দীঘিনালার ছোট মেরুং এলাকার মো. আলী মিয়ার ছেলে। তিনি দীঘিনালার ছোট মেরুং আল ইকরা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং আল ইকরা হিফজুল কোরআন মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক হাফেজ মো. নোমান মিয়া ওরফে রোমান (২২)। এ ঘটনায় একই বছরের ২৩ আগস্ট দীঘিনালা থানায় মামলা করে ওই ছাত্রের পরিবার।

মামলার পর ২০১৮ সালের ২২ মে চার্জ গঠন করেন আদালত। মামলা চলাকালে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। যুক্তি-তর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জাগো নিউজকে বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।