পরিবেশ ছাড়পত্র ছাড়া ডাইং কারখানা পরিচালনা, ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ৩০ মার্চ ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা ও কারখানার তরল বর্জ্য পরিশোধনের (ইটিপি) ব্যবস্থা না রাখায় এ জরিমানা করা হয়।

বুধবার (৩০ মার্চ) দুপুরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ জরিমানা করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন। তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা ও ইটিপি স্থাপন না করায় পরিবেশ সংরক্ষণ আইনে ফপটেক্স (প্রা.) লিমিটেড নামে ডাইং কারখানার চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে সাড়ে ৩ লাখ টাকা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জরুল হককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।