সয়াবিন তেলের বোতলে লেখা দাম মুছে বেশি দামে বিক্রি, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৩ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তেলের বোতলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে রাখায় তিন দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণসহ স্যাম্পল ওষুধ রাখায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা।

আখাউড়া পৌর শহর, খরমপুর বাজার ও দুর্গাপুর চকবাজার মাজার রোডের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় তিনটি মুদি দোকানকে ৫ হাজার টাকা ও ওষুধের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা না থাকায় ও তেলের গায়ের মূল্য মুছে দেওয়াতে তিনটি মুদির দোকানকে জরিমানা করা হয়। সেইসঙ্গে অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণসহ চিকিৎসকের স্যাম্পল ওষুধ রাখায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে অভিযান আরও জোরদার করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।