ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শামীমকে হারিয়ে স্বজনদের আহাজারি
নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শামীম (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।
নিহত শামীমের খালা তানিয়া বলেন, দুপুরে একটি ভাঙ্গারি দোকানে স্থানীয় রাজ্জাকসহ কয়েকজন শামীমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম