অটোরিকশা-মোটরসাইকেলসহ দোকানে ঢুকে পড়লো বাস, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০২২
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে যায়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (৩৭), সিএনজিচালিত অটোরিকশা চালক পারভেজ (২৫), ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাদ্দাম (৩৪) ও দোকানদার রায়হান (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস সিলেটে যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী কুরুলিয়া খালের সেতু থেকে নামছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে যায়।

এ ঘটনায় এক নারীসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত নারী মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।