নোয়াখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় মো. আবদুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে বজরা ইউনিয়নের মেডিকেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আবদুস সাত্তার সোনাইমুড়ী উপজেলার মাছিমপুর গ্রামের দাইয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে সোনাইমুড়ী স্টেশন ছেড়ে আসার সময় বজরা মেডিকেল এলাকায় পৌঁছালে লাইন পার হওয়ার সময় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আবদুস সাত্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নওফেল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবশত লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম