মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, নয়াটেস্ট পেস্ট্রি শপকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৯ এপ্রিল ২০২২

অবৈধ উপায়ে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অভিযোগে রাজবাড়ী বিনোদপুরের বাজারের নয়াটেস্ট পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বড়পুল, বড় বাজার, বিনোদপুর লেকপাড়া এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্তোরাঁ, খাদ্যসামগ্রী উৎপাদনকারী, ফলের দোকানসহ তদারকি করা হয়। অভিযানে অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অভিযোগে নয়াটেস্ট পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় শহরের বড়পুল এলাকায় সোনাপুর রেস্তোরাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।