টেকনাফ মেরিন ড্রাইভে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক উল্টে আবুল মঞ্জুর প্রকাশ গোরা মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী পাটুয়ারটেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল মঞ্জুর গোরা মিয়া উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাঁচা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শামলাপুর থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক ইনানী পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ইনানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থা কয়েকজনকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এমএএইচ/