নোয়াখালীতে ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত
নোয়াখালীর কবিরহাটে মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জাহানারা বেগম (৪৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তিনি নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয়রা জানান, মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জাহানারা বেগম। পথে আমিন বাজার এলাকার পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে জাহানারা বেগম নিহত হন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস