নোয়াখালীতে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ এপ্রিল ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাছের ড্রাম থেকে অভিনব কায়দায় পাচারের সময় ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাইমুড়ীর কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের দ্বোস্বিমপাড়া গ্রামের কলাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চারুয়া গ্রামের (মন্দবাগ বাজারের পূর্ব পাশের) মৃত নুরুল হকের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪), মৃত আবদুল হাইয়ের ছেলে মো. আব্বাস উদ্দিন (৫৫) ও মৃত আবদুল মুনাফের ছেলে মো. জাকির হোসেন (৪০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক  করেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, মাদকের একটি বড় চালান নোয়াখালী অভিমুখে রওয়ানা হওয়ার সংবাদ পেয়ে অভিযানে যাই। ঘটনাস্থলে পুলিশ দেখে সঙ্গে থাকা ব্যক্তিরা পালানোর সময় তাদের আটক করা হয়। পরে আটকদের হেফাজত থেকে কৌশলে নিয়ে আসা নীল রঙের মাছের ড্রামে লুকানো দুই কেজি ওজনের ৯ প্যাকেট গাঁজা জব্দ করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।