চিংড়িতে বিষাক্ত জেলি, বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১১ এপ্রিল ২০২২
মাছবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর অপরাধে মো. সাহাব উদ্দিন নামে এক বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকালে বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন এ জরিমানা করেন।

তিনি জাগো নিউজকে বলেন, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী মাছ বিক্রেতা সাহাব উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।

আল-আমিন আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সবাই যেন নিয়ম মেনে চলে, আমরা সেটাই চাই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।