নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৪
আটক চারজন
নোয়াখালীর চাটখিলে আবাসিক হোটেল থেকে এক নারীসহ তিন পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় আজিজ সুপার মার্কেটের চতুর্থতলায় ‘ফারহান’ নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন-মোহাম্মদ জসিম (৩৫), আবদুল রহিম (৪৩), শামসুল আলম (৫৫) ও শাহিনুর বেগম (৩৫)।
তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফারহান আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেল থেকে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেলগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম