রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচার চক্রের ৩ সদস্য আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৩ এপ্রিল ২০২২
এবিএন সদস্যের হাতে আটক মানবপাচার চক্রের ৩ সদস্য

কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল কাশেমের ছেলে ইমাম হোসেন (৩৭), মৃত ছৈয়দ হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩০) এবং ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ইমাম হোসেনের মেয়ে মাহমুদা (৩২)।

এপিবিএন জানায়, বুধবার সকাল ৮টার দিকে ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা সদস্যরা সন্দেহভাজন তিন রোহিঙ্গাকে আটক করে। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী ফাতেমা বেগম নামে এক ভিকটিমকে উদ্ধার করে। তাকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির আদর্শগ্রাম থেকে রোহিঙ্গা ক্যাম্পে এনে জিম্মি করে রাখা হয়।

এপিবিএন-১৬ এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় আটকরা পেশাদার মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ হয়ে অবৈধ পথে বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।