নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০২২
ইয়াবাসহ আটক কামাল হোসেন

কক্সবাজারের টেকনাফে নদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে নাফনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবরে বিজিবির পৃথক দুটি টহল দল নাফনদীস্থ জালিয়ার দ্বীপে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি প্লাস্টিকের বস্তাসহ দুই ব্যক্তিকে নাফনদী সাঁতরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। একজন মিয়ানমার সীমান্তে পালিয়ে গেলেও কামালকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা বস্তা তল্লাশি করে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবির এ অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক বহন, পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক আইনে মামলা হয়। পরে মাদকের চালানসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।