নোয়াখালীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামছে ‘কিউআরটি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২২ এপ্রিল ২০২২

নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কুইক রেসপনস টিম (কিউআরটি)। শনিবার (২৩ এপ্রিল) থেকে এ টিম মাঠে থাকবে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলা হয়, ‘কিউআরটি’ সদস্যরা জেলার প্রতিটি এলাকায় বিপনী বিতান ও শপিং মলে সকাল, দুপুর ও রাতে অবস্থান করবে। সঙ্গে স্থানীয় থানা পুলিশও থাকবে।

এদিকে, ঈদকে সামনে রেখে মাইজদী, চৌমুহনী, সেনবাগ, বসুরহাট, কবিরহাট, সুবর্ণচর, সোনাইমুড়ী, চাটখিলসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও ছিঁচকে সন্ত্রাসী গ্রুপের উৎপাত বেড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।