বিদ্যুতের তারে মা-ছেলের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:১১ এএম, ২৩ এপ্রিল ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কালবৈশাখীর ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় সমিতির সোনাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বলাই মিত্রকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে সমিতির কারো দোষ প্রমাণিত হলে সে বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম আরও বলেন, এ ঘটনায় ঢাকার প্রধান কার্যালয় থেকেও দুই সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিও রোববার থেকে তাদের কাজ শুরু করবে। চিঠির কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সূবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের শিশু ইয়াছিন মারা যায়।

স্থানীয়রা জানান, বুধবার (২০ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে গাছের ঢাল ভেঙে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার ছেঁড়া রেখেই লাইন চালু করা হয়। সেই তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।