ধানের চাতালে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ এপ্রিল ২০২২
নিহতের স্বজনদের আহাজারি

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে একটি ধানের চাতালে বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় চাতালের আরও দুই শ্রমিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে।

আহতরা হলেন- চাতালের শ্রমিক কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম এবং চাতালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী।

শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সকালে ছাত্তার মল্লিকের চাতালের ধান সেদ্ধ করা বয়লার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক শ্রমিক ক্ষতবিক্ষত হয়ে মারা যান। দগ্ধ হন চাতালের দুই শ্রমিক ও এক পথচারী। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দীন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।