অতিরিক্ত যাত্রী বহনে বাংলাবাজারঘাটে দুটি লঞ্চকে জরিমানা
অতিরিক্ত যাত্রী বহন করে ঘাটে ফিরছে লঞ্চ
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজারঘাটে দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মের্সাস এমভি টিপু-১ ও সাগরপাড় লঞ্চকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ বাংলাবাজারঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. আকতার হোসেন জানান, সকালে শিমুলিয়াঘাট ছেড়ে আসা মেমার্স টিপু-১ ও সাগরপাড় নামের দুটি লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজারঘাটে এসে পৌঁছায়। এসময় ঘাটে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল ইসলাম দুটি লঞ্চকে জরিমানা করেন।
এ বিষয়ে এম. রকিবুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস