অতিরিক্ত যাত্রী বহনে বাংলাবাজারঘাটে দুটি লঞ্চকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২
অতিরিক্ত যাত্রী বহন করে ঘাটে ফিরছে লঞ্চ

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজারঘাটে দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মের্সাস এমভি টিপু-১ ও সাগরপাড় লঞ্চকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

jagonews24

বিআইডব্লিউটিএ বাংলাবাজারঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. আকতার হোসেন জানান, সকালে শিমুলিয়াঘাট ছেড়ে আসা মেমার্স টিপু-১ ও সাগরপাড় নামের দুটি লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজারঘাটে এসে পৌঁছায়। এসময় ঘাটে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল ইসলাম দুটি লঞ্চকে জরিমানা করেন।

এ বিষয়ে এম. রকিবুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।