লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৩০ এপ্রিল ২০২২
লঞ্চঘাট পরিদর্শন করেন ড. রহিমা খাতুন

ধারণক্ষমতার ডাবল যাত্রী নেওয়ার অপরাধে এমএল সাথী নামের একটি লঞ্চকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই লঞ্চের ধারণ ক্ষমতা ৭০ জন হলেও ১৪০ জন যাত্রী নেওয়া হয়।

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অপরদিকে বরিশালগামী বিএমএফ পরিবহনের কাউন্টারে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাহের।

অন্যদিকে লঞ্চঘাট পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদের খুশী ভাগাভাগি করতে পারে এ জন্য ঘাটে সার্বিক পরিস্থিতি বজায় রাখা হয়েছে। ঘাট এলাকায় সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, নৌ পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই অথবা অতিরিক্ত ভাড়া আদায় করা হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। ঈদের আগে ও পরে ঘাটে কোনো অনিয়ম দেখা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।