শ্বশুরবাড়ি যেতে উঠছিলেন মোটরসাইকেলে, বাসচাপায় নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৭ মে ২০২২
নিহত মোবারক

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলে ওঠার সময় বাসের চাপায় মোবারক (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৭ মে) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড বন্দরের মুরাদপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মোবারক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ স্ট্যান্ডে গিয়ে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। পরে পরিচিত একজনের মোটরসাইকেলে ওঠার সময়ে ঢাকা-গৌরীপুর রুটের জৈনপুর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহীবাস পেছন দিক দিয়ে চাপা দেয়। ঘটনাস্থলেই মোবারক মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।