সুনামগঞ্জে দুদিন ধরে অকটেন-পেট্রল বিক্রি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৮ মে ২০২২
জ্বালানি না পেয়ে এভাবে ফিরে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা

সুনামগঞ্জের সবগুলো পাম্পে দুদিন ধরে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মোটরসাইকেল ও গাড়িচালক। জেলার সব উপজেলায় ডিজেল বিক্রি হচ্ছে।

মোটরসাইকেলচালক আবু হোসেন জাগো নিউজকে বলেন, মোটরসাইকেল ধাক্কা দিয়ে এক কিলোমিটার হেঁটে পাম্পে আসি। এসে দেখি অকটেন নেই। কি আর করবো গাড়ি নিয়ে বসে আছি।

jagonews24

জিল্লুর মিয়া নামের আরেক মোটরসাইকেলচালক বলেন, গতকাল রাতে পাম্পে এসেছিলাম। অকটেন চাইলে নেই বলে জানায়। পরে গাড়ি পাম্পে রেখে হেঁটে বাসায় ফিরি। সকালে এসে দেখি এখনও তেল বিক্রি হচ্ছে না।

তাহিরপুরের বাসিন্দা জাহিদ মিয়া জাগো নিউজকে বলেন, দেশে এসব কী শুরু হলো। একের পর এক সমস্যা লেগেই আছে। এসব বাজার নিয়ন্ত্রণ করার মতো কী কেউ নেই।

এ বিষয়ে সিনথিয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন ম্যানেজার মো. আলামিন মিয়া জাগো নিউজকে বলেন, পাম্পে পর্যাপ্ত তেল নেই। সারাদেশে একই সমস্যা। তেল এলে সমস্যার সমাধান হবে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।