রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৯ মে ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পাতিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

রোববার (৮ মে) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নুসরাত জাহান নুর (৭) ও তাবাসুম তাজবিয়া (৪)। নুসরাত ভোলাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে ও তার ভাই মোহাম্মদ আব্দুলের মেয়ে তাবাসুম। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে থাকেন।

জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ পুকুর থেকে ওঠানো অবস্থায় দেখতে পায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।