পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টিপাত, সাগর উত্তাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ মে ২০২২
উপকূলীয় এলাকায় চলছে টানা বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (৯ মে) সকাল ৯ টা পর্যন্ত জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী পাঁচদিন অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ন আবহাওয়া কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এখন ২ নম্বর সতর্ক সংকেত চলছে। সাধারণত ৪ নম্বর সংকেত জারি হলে সভা আহ্বান করা হয়। এরপরও ইউএনওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।