১৫৬ টাকা দরে ৫৪০ লিটার তেল বিক্রিতে বাধ্য করলো ভোক্তা অধিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৯ মে ২০২২

যারাই তেল মজুত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি বলেন, জেলায় বর্তমানে ৮ হাজার ৪০০ লিটার বোতলজাত তেল মজুত আছে। নতুন দামে তেল বাজারে এসেছে। বর্তমান বাজারে তেলের সংকট নেই। যারাই তেল মজুত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কেরসিন ঘাট এলাকায় বিভিন্ন তেলের গোডাউনে অভিযান শেষে এসব কথা বলেন ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

jagonews24

মো. সেলিমুজ্জামান বলেন, ‘আজ আমরা নিতাইগঞ্জ ও ফলপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেছি। দুটি প্রতিষ্ঠানে গেছি সেখানে গতকাল ১ লাখ লিটার খোলা তেল মজুত করেছে এবং আজ তারা তা বাজারে বিক্রি করছে। সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। আজকের অভিযানে আগের দামে ৫৪০ লিটার তেল পাওয়া গেছে। আমাদের উপস্থিতিতেই ১৫৬ টাকা লিটার বিক্রি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দিগুবাবুর বাজারে ১৬০ টাকা দরেই তেল বিক্রি হবে। আমাদের বার্তা হলো, যদি কেউ আগের দরে তেল কিনে আগের দরে বিক্রি না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে তেল মজুত করে রাখতে না পারেন সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।’

jagonews24

নিতাইগঞ্জে কেরসিন ঘাট এলাকায় ‘সেলিম স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা ও তারিখ সঠিক না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।