জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাপার আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২২
গ্রেফতার গিয়াস উদ্দিন চৌধুরী

দলিল জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১১ মে) বেলা ১১টার দিকে বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে শহরের শহীদনগর এলাকায় সাড়ে ১৪ একর জমির জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামলার বাদী মো. আজিজুর রহমান মিঠু জানান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী তাদের একান্ত পারিবারিক দলিল লেখক ছিলেন। আর এ সুযোগে গিয়াস উদ্দিন সাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে সেটিকে আসল হিসেবে ব্যবহার করেছেন। বিষয়টি তিনি জানতে পেয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় তিনি গত রোববার (৮ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের দায়ের করেন। পরে আদালতের বিচারক জাল দলিল তৈরির অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সেই নির্দেশের আলোকে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেইসঙ্গে বুধবার তাকে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, জাল দলিল তৈরি ও প্রতারণা মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।